দোহারে নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে শুকানো খাবার বিতরণ

আবুল হাশেম ফকির

মানবতার সেবাই আমাদের উদ্দেশ্য এমন শ্লোগানে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের প্রবাসী ফাউন্ডেশন নামক একটি সংগঠন ইউনিয়নের বন্যাদুর্গত ৫০০ টি পরিবারের মাঝে সহায়তা প্রদান হিসাবে শুকনো খাবার বিতরণ করেছে। গতকাল ৯ আগষ্ট রবিবার দুপুরে উপজেলার বাহ্রা পদ্মাবতী নদীর পাড়ে বসবাসরত ইউনিয়নের ধৌয়াইর বাজার, পানকুন্ডু, অরঙ্গাবাদ,দেওভোগ এলাকার অসহায় বান বাসী পাঁচশত পরিবারে মাঝে জহিরুল ইসলাম বিপ্লবের প্রতিনিধিত্বে নয়াবাড়ি ইউনিয়ন প্রবাসী ফাউন্ডেশনের সৌজন্যে সহায়তা প্রদানে শুকনো খাবার বিতরণ করা হয়।

 

                                       দোহারে নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে শুকানো খাবার বিতরণ

শুকানো খাবারের মধ্যে ছিলো চাউল,আলু,আটা,পিয়াজ,তেল,লবন,চিনি,মুড়ি,বিস্কট এসব শুকনো খাবার দেওয়া হয়। ইউনিয়নের সুনামধন্য ব্যাক্তিত্ব শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক,এ্যাড.জহিরুল ইসলাম বিপ্লবের প্রতিনিধিত্বে বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের গড়া নয়াবাড়ি ইউনিয়ন প্রবাসী ফাউন্ডেশ এর প্রতিনিধি এ্যাভোকেট জহিরুল ইসলাম বিপ্লব বলেন, মানবতার সেবাই আমাদে উদ্দেশ্য এই শ্লোগানে আগামীতে আরো বেশি,বেশি মানব সেবায় কাজ করার অঙ্গিকার করেন। এসময় উপস্থিত ছিলেন,মনির হোসেন ভূইয়া,জাহিদ আব্দুর রউফ,মিজানুর রহমান মিজু মোল্লা,মনির হোসেন মোল্লা, আব্দুল কাদের,হাসিবুল হাসান দিনার,ইলিয়াস হোসেন জনি,মোঃ রবিন হোসেন,সাকিব,আল-আমীন,শিহাব হোসেন, আইরিন আক্তার প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন