আলো-আঁধারে ভিডিও কলের আঁখির ফাঁদে পড়বেন না’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীরের নাম ব্যবহার করে প্রতারক চক্র বিভিন্নভাবে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছেন। আর এই বিষয়টি জানতে পেরে প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।

অন্যদিকে আলো-আঁধারি আবছা ভিডিও কলে ‘আঁখি’ সেজে কেউ কথা বললে এবং টাকা চাইলে সেই ফাঁদে সাধারণ মানুষ যেন পা না দেয় সেই অনুরোধ করেন তিনি।

এ শিল্পী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন- যারা শিল্পীদের ফেক অ্যাকাউন্ট চালায় তারা বিভিন্ন মানুষের কাছে ম্যাসেঞ্জারের মাধ্যমে টাকা চাচ্ছে বা চায়। আমার নাম ব্যবহার করে অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে জানতে পারলাম। আমি আমার তরফ থেকে বলতে চাই, এরকম কেউ আমার নামে টেক্সট করে টাকা চাইলে বা আলো আঁধারের ভিডিওকলে ‘আঁখি’ সেজে কথা বলে টাকা চাইলে সেই ফাঁদে পা দিবেন না। আমি আমার তরফ থেকে সবাইকে সাবধান করে দিলাম। খুব শিগগির এর প্রতিরোধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আঁখি আলমগীর চলচ্চিত্রের প্লে-ব্যাক ও নিয়মিত স্টেজ শো করে আসছিলেন। করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস কাজহীন ঘরবন্দী সময় কাটাচ্ছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন