দুর্ঘটনার পর আবারো সেভেন থ্রি সেভেন বিমানের অর্ডার পেল বোয়িং

দুটি প্রাণঘাতী দুর্ঘটনার পর প্রথমবারের মতো বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমানের অর্ডার পেয়েছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। সম্প্রতি পোল্যান্ডের পলিশ এয়ারলাইন্স এন্টার এয়ার এ মডেলের চারটি বিমানের অর্ডার দিয়েছে।

এন্টার এয়ার কর্তৃপক্ষ জানায়, ২০১৯ সালের দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনার আগে বেশ ভালো অবস্থানে ছিলো এ বিমান। বিমানটির আকাশে উড্ডয়নের পুনঃমূল্যায়নের বিষয়টি এখনো ঝুলছে।

পোল্যান্ডের বৃহত্তম বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান পোলিশ এয়ারলাইন্স ২০১০ সালে বোয়িংয়ের মাত্র একটি বিমান নিয়ে যাত্রা শুরু করে।

বোয়িং জানায়, আগামী প্রজন্মের ২২টি সেভেন থ্রি সেভেন মডেলের বিমান রয়েছে তাদের কাছে। পোল্যান্ড চারটি বিমান নিলে এ মডেলের ১০ টি বিমান আকাশে উড়ার অনুমতি পাবে।

আপনি আরও পড়তে পারেন