করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে সাবেক ফুটবলার নওশের

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে সাবেক ফুটবলার নওশের

৭০ দশকের তুখোড় স্ট্রাইকার, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য নওশেরউজ্জামান করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

স্বাধীন বাংলা ফুটবল দলের খ্যাতিমান এই স্ট্রাইকারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়।

ঢাকার ক্লাব ফুটবলে ঢাকা মোহামেডানের অন্যতম স্ট্রাইকার ছিলেন তিনি। ১৯৭৫ সালে ঢাকা লিগে ২১ গোল দিয়ে সর্বাধিক গোলদাতার খাতায় নাম লিখিয়েছিলেন তিনি।

শুধু ফুটবলই নয়, এক সময় ক্রিকেটেও খেলতেন নওরেশউজ্জামান। ঢাকা মোহামেডান ও কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে প্রায় এক যুগ ঢাকা ক্রিকেট লিগও খেলেছেন নওশের। ক্রিকেটে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলতেন তিনি।

এর আগে বাদল রায়, গাফফারসহ আরও কয়েকজন দেশ বরেণ্য ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন।

আপনি আরও পড়তে পারেন