টিকটকার অপুর মামলার প্রতিবেদন ১ নভেম্বর

সমালোচিত টিকটকার অপু ওরফে অপু ভাইয়ের বিরুদ্ধে সড়কে মারামারির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও, মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম মিল্লাত হোসেন নতুন এ দিন ধার্য করেন।

গত ৩ জুলাই অপুকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। তার বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে বাদীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম, চুরি ও হুমকির অভিযোগে মামলা হয়েছে।

গত ১৭ আগস্ট ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ অপুর জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, টিকটকার অপু ও তার সহযোগীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে সড়কে গাড়ি চলাচল রোধ করে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করে। অপু ও তার সহযোগীরা এসময় চুরিও করে।

আপনি আরও পড়তে পারেন