চেনা রূপে ফিরতে পারবে জার্মানরা?

ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রতিপক্ষ দুর্বল হলেও, জয় পেতে মরিয়া জার্মানি রয়েছে সতর্ক অবস্থানে। জানিয়েছেন কোচ জোয়াকিম লো। কিয়েভে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে আতিথ্য দিবে স্পেন। আফ্রেডো স্টেফানো স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে রাত ১২টা ৪৫ মিনিটে। 

২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর থেকে একটা ছন্দের খুঁজে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ২০১৯ পেরিয়ে ২০২০ সালেও সেই চেনা রূপে ফিরতে পারছে না জোয়াকিম লো’র দল। সুইজারল্যান্ড, স্পেন কিংবা তুরস্ক। ড্র’য়ের বৃত্ত থেকে বেরই হতে পারছে না ডাইম্যানশাফটরা। উয়েফা নেশন্স লিগে এবারের প্রতিপক্ষ ইউক্রেন।

গেলো ৩ ম্যাচের ফলাফল নিশ্চয়ই চিন্তার ভাজ ফেলবে জার্মান কোচের কপালে। তবে প্রতিপক্ষ ইউক্রেনের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারে ৪বারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্পেনের বিপক্ষে ৪-০ আর ফ্রান্সের বিপক্ষে ৭-১ গোলের হারের ক্ষত এখনো দগদগে ইউক্রেনিয়ান শিবিরে।

গ্রুপে জার্মানদের অবস্থানও রেলিগেশন অঞ্চলে। তাই জয় বিকল্প এই ম্যাচে ভাবার সুযোগ নেই ডাইম্যানশাফটদের। আশার কথা হলো দলে নেই কোন ইনজুরি সমস্যা। ছন্দটাও খুঁজে পাওয়ার অপেক্ষায় দল। গেনাব্রি, ওয়ের্নার, হ্যাভার্টেস, গোসেনস, ক্রুসরা ফিরছেন ছন্দে। কিংসলেকোম্যান, কিমিচি, সুলেরা প্রস্তুত প্রতিদান দিতে।

জার্মান কোচ জোয়াকিম লো বলেন, ‘দলের ফুটবলাররা ফিট রয়েছে। তারা এই ম্যাচটা নিয়ে আত্মবিশ্বাসী। ফ্রান্সের বিপক্ষে ইউক্রেনের কি ফলাফল ছিল তা নিয়ে ভাবছি না। আমরা আমাদের কাজটা করতে চাই। তাছাড়া আমাদের অবস্থান গ্রুপে ৩ নম্বরে। তারা নতুন কোচের তত্ত্বাবধানে অনেক উন্নতি করছে। তাদের বেশ কিছু ভাল ফুটবলার রয়েছে। আশা করি আমরা এই ম্যাচটা দিয়ে জয়ে ফিরতে পারবো।’

আরেক ম্যাচে ঘরের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আরেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। গ্রুপের তলানিতে অবস্থান প্রতিপক্ষ সুইজারল্যান্ডের। আর স্প্যানিশরা রয়েছে টেবিলের শীর্ষস্থানে। তাই স্বাভাবিকভাবে ফেভারিট হয়ে মাঠে নামবে লুই এনরিকের দল। গেলো ম্যাচে ইউক্রেনের বিপক্ষে দুর্দান্ত জয় রয়েছে এনরিক শিষ্যদের।

তবে প্রীতি ম্যাচে পর্তুগালের বিপক্ষে ড্র করেছে স্প্যানিশরা। তবে সুইসদের বিপক্ষে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয়। একে ঘরের মাঠে ম্যাচ তার উপর বুস্কেটস, ফাতি, মেরিনো, ওলমোরা রয়েছে ছন্দে। দেখার পালা ঘরের মাঠে কত বড় জয় নিয়ে মাঠে ছাড়ে লুই এনরিকের দল।

আপনি আরও পড়তে পারেন