পঞ্চগড়ের আটোয়ারীতে ধর্ষন, নারী ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

পঞ্চগড়ের আটোয়ারীতে ধর্ষন, নারী ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।
তোয়াবুর রহমান, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও ধর্ষন, নারী ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, আজ শনিবার ( ১৭ অক্টোবর) সকাল ১০ টায় সারাদেশে একযোগে আইজিপি মহোদয় সমাবেশ উদ্বোধন করেন। আইজিপি মহোদয়ের উদ্যোগে দেশের প্রতি জেলাশহর ও থানা এলাকার প্রত্যেকটি বিট পুলিশিং কার্যালয়ে এ সমাবেশ একযোগে অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তাদের আয়োজনে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় সফলতার সাথে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক- শিক্ষার্থী, এলাকার সুধিজন,গ্রাম পুলিশ সহ অনেকেই উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বর্তমানে ধর্ষনের সর্বোচ্চ শাস্তি সহ নারী ও শিশু নির্যাতনের শাস্তি , আইন-কানুন সহ জনসচেতনতামুলক বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, মির্জাপুর ইউনিয়নে এসআই মোকারম হোসেন, তোড়িয়া ইউনিয়নে এসআই রবিউল ইসলাম, আলোয়াখোয়া ইউনিয়নে এসআই দীপেন্দ্র নাথ সিংহ, রাধানগর ইউনিয়নে এসআই রাশেদুজ্জামান, বলরামপুর ইউনিয়নে এসআই প্রহল্লাদ ও ধামোর ইউনিয়নে ইন্সপেক্টর হরেন্দ্র নাথ বর্মন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা সমাবেশে ধর্ষন , নারী ও শিশু নির্যাতন সহ সকল প্রকার সামাজিক অবক্ষয় রোধে বক্তব্য রাখেন এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার কথা ব্যক্ত করেন। অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন উপজেলার প্রতিটি বিট পুলিশিং কার্যালয়ের সমাবেশ মনিটরিং করেছেন এবং সমাবেশেজনসচেতনতামুলক বক্তব্য রেখেছেন।

আপনি আরও পড়তে পারেন