জয়পুরহাটে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জয়পুরহাটে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জয়পুরহাটে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আহসান হাবীব আরমান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে দিনাজপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামের মুক্তার আলীর ছেলে মুন্টু মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়।
মামলার নতিপত্র থেকে জানা গেছে, প্রায় ১৪ বছর পৃর্বে ২০০৬ সালের ২৭শে অক্টোবর বিকেলে সদর উপজেলার ধারকী প্রামানিক পাড়ার মৃত মফিজ উদ্দীনের ছেলে আব্দুল মতিন জয়পুরহাট শহরের আসার পথে মুন্টু মিয়াসহ অজ্ঞাত কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
সেই সময় মতিনের বড়ভাই আলম হোসেন বাদী হয়ে জয়পুরহাট থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার শুনানি শেষে ২০১৭ সালে জেলা ও দায়রা জজ আদালত মুন্টু মিয়াসহ ৭ জনকে মৃত্যু দন্ড ও বাকী ২ জনকে যাবজ্জীবন কারাদন্ডদেশ আদেশ দেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খাঁন জানান, মামলার পরেই পুলিশ ৮ আসামিকে গ্রেফতার করলেও মুন্টু মিয়া দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। পুলিশ বিভিন্ন কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়।
আহসান হাবীব আরমান
জয়পুরহাট
মোবাঃ ০১৭১৬-৪৬৬৬৮০

আপনি আরও পড়তে পারেন