ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের মীরসরাইয়ে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক নারীপথচারী সহ দুই গ্রুপের ১০ নেতাকর্মী সহ আহত হয়েছে।

একপর্যায়ে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড টিয়ার শেল ও ২০ রাউন্ড গুলি ছুঁড়ে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। আহতরা হলেন- ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম (২০), সাকিবুল ইসলাম (১৯), তারেক (২১), উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান (২৩), যুবলীগ নেতা আরিফ হোসেন (২৬), ছাত্রলীগ কর্মী আল আমিন (২১), জনি (২৮), পথচারী রশিদ আহম্মদ (৪৫) ও আলেয়া বেগম (৩২)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি৷

উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে উত্তর জেলা ছাত্রলীগ। ৯ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে আহ্বায়ক করা হয় মাসুদ করিম রানাকে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক পদে হক সোহেল, আজাদ রুবেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুল ইসলাম, ফাহিুমুল হুদা, মিথুন শর্মা। সদস্য করা হয়েছে রিফাত হোসেন সাদ্দাম, নাজমুল হাসান মুন্না।

কমিটি ঘোষণার পর পর নতুন কমিটির নেতৃত্বে মীরসরাই সদরে আনন্দ মিছিল বের করলে সেখানেই নবগঠিত কমিটি ও বিলুপ্ত কমিটির নেতাকর্মীদের সাথে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নতুন কমিটির যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ জানান, আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করলে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সমর্থকরা বিপরীত দিক থেকে উস্কানিমূলক স্লোগান দেয়ায় তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়া হয়েছে।

সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, কোন প্রকার আলাপ আলোচনা না করেই হঠাৎ করে অছাত্রদের নিয়ে আজকে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।

সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে তারা আমার বাড়িতে হামলা চালিয়ে অরাজক অবস্থার সৃষ্টি করেছে। কর্মী সমর্থকদের বেধড়ক পিটিয়ে জখম করেছে। অস্ত্রের মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এসময় তাদের স্প্রিন্টারের আঘাতে আমার বাড়ির ভাড়াটিয়া আলেয়া বেগম, হান্নান, আরিফসহ অনেকেই আহত হয়েছেন।

নবগঠিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, শনিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি পালনের জন্য নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করলে কিছু লোকজন আমাদের উপর অতর্কিত হামলা করে। হামলায় আল-আমিন ও জনি নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।

মীরসরাই থানার অফিসার ইনচার্য কর্মকর্তা মজিবুর রহমান জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড টিয়ার শেল ও ২০ রাউন্ড শট গানের গুলি ব্যবহার করে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

আপনি আরও পড়তে পারেন