ইনজুরিতে ছিটকে গেলেন ভ্যান ডিক

হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে লিভারপুল ডিফেন্ডার ভারজিল ভ্যান ডিকের। ফলে সাত থেকে আট মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন এ ডাচ তারকা।

মৌসুমের শুরুতেই বড় বিপদেই পড়ল লিভারপুল। কারণ, গত মৌসুমে ভ্যান ডিকের কল্যাণে দীর্ঘ অপেক্ষার পর লিগ শিরোপা ঘরে তোলে অলরেড। অন্য আসরগুলোতেও লিভারপুলের সাফল্যের পেছনে ভূমিকা ছিল এই ডাচ তারকার। কিন্তু ইনজুরিতে পড়ায় এবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন ভ্যান ডিক। গত শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বাজেভাবে ট্যাকল করেন ভ্যান ডিককে। আর এটাই কাল হলো তার জন্য।

হাঁটুর লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার। নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। তবে, কত দিন মাঠের বাইরে থাকবেন ভ্যান ডিক তা জানায়নি লিভারপুল। ২০১৮ সালে লিভারপুলে যোগ দেয়ার পর থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন ভ্যান ডিক।

আপনি আরও পড়তে পারেন