‘নেপালকে আতিথ্য দিতে প্রস্তুত বাংলাদেশ’

কোভিড পরিস্থিতিতেও নেপাল ফুটবল দলকে আতিথ্য দিতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সব আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

কোভিড পরিস্থিতিতে এখনো অচলাবস্থা চলছে দেশের ক্রীড়াঙ্গনে। মাঠে খেলা ফেরানোর তোড়জোড় করছে বিভিন্ন ফেডারেশন এবং বোর্ড। কিন্তু স্বল্প পরিসরে এক ক্রিকেট ছাড়া মাঠে নেই কেউ। এ অবস্থায় নির্বাচনের পর ফুটবলকে মাঠে ফেরাতে কোমর বেঁধে নেমেছেন বাফুফে কর্তারা। যার ধারাবাহিকতায় আগামী মাসেই দেশে আসছে নেপাল ফুটবল দল।

কিন্তু দেশের করোনা পরিস্থিতিতে একটা বিদেশি দলকে আতিথ্য দিতে কতটা প্রস্তুত আমরা?

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা নেপালকে স্বাগত জানাচ্ছি। আমরা সব স্বাস্থ্যবিধি মেনেই তাদের আতিথেয়তা দেব। একটা জায়গায় রেখে তাদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হবে। আমরা শ্রীলঙ্কার মতো এতটা কঠোর হব না, তবে নিয়মকানুন সব মানতে হবে।’

এদিকে সব ইভেন্টের খেলোয়াড়দের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আপনি আরও পড়তে পারেন