জাপানের ভ্যাকসিন প্রকল্পে সাইবার হামলা, চীনকে দুষছে যুক্তরাষ্ট্র

জাপানে কোভিড-১৯ ভ্যাকিসনের প্রকল্পে সাইবার হামালা চালানো হয়েছে। মার্কিন তথ্য সুরক্ষা সংস্থা সোমবার (১৯ অক্টোবর) জানিয়েছে, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কাজ করা কিছু জাপানি গবেষণা প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। এমন গুরুত্বপূর্ণ কাজে হামলার জন্য প্রাথমিকভাবে চীনকে দায়ী করছে যুক্তরাষ্ট্র।

কোভিড-ঊনিশের টিকা আবিষ্কারে যখন বিশ্বের শতাধিক দেশ তোড়জোড় চালাচ্ছে তখনই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে বা তথ্য চুরি করার উদ্দেশ্যেই হামলা হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন।
এই ধরনের হামলার পাশাপাশি গোপনীয় তথ্য চুরি ঠেকাতে গবেষণা সংস্থাগুলোকে নিরাপত্তা জোরদারের পরামর্শ দেয়া হয়েছে। তবে চীনের কোন সংস্থা বা কারা এ সাইবার হামলা চালিয়েছে তা জানায়নি যুক্তরাষ্ট্র।

জাপান টুডে তাদের খবরে জানিয়েছে, দুষ্কৃতিকারীরা একটি মেইলের সঙ্গে ফাইল পাঠায়। যা দেখে মনে হয় নতুন কোনো ভাইরাসের তথ্য রয়েছে। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে টোকিও।

বিশ্বের ১৯০টির বেশি প্রতিষ্ঠান করোনাভাইরাসের ভ্যাকসিনে আবিষ্কারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি টিকার চূড়ান্ত ট্রায়াল সম্পন্ন হয়েছে।

আগামী কয়েক মাসের মধ্যেই মহামারি কোভিড-১৯ এর ভ্যাকসিন পেতে আশাবাদী টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো।

আপনি আরও পড়তে পারেন