দেশি মাছের দাম কমেছে বগুড়ায়

সরবরাহ বাড়ায় বগুড়ায় পাইকারি মাছের বাজারে সব ধরনের দেশি মাছের দাম কমেছে। এই আড়তে প্রতিদিনই মাছ সরবরাহ হয় চলন বিল, যমুনা নদীসহ জেলার বিভিন্ন জলাশয় থেকে। এ বছর বন্যা বেশি হওয়ায় মাছের উৎপাদন এবং সরবরাহ বেড়েছে।

প্রতিদিন ভোর থেকেই ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর বগুড়া চাষি পাইকারি মাছের বাজার। যমুনা নদী, চলন বিলসহ জেলার বিভিন্ন জলাশয় থেকে মাছ আসে এই বাজারের আড়তে। ট্যাংরা, পুঁটি, কৈ, শিং রুই, কাতলা, বোয়ালসহ বিভিন্ন দেশি মাছ পাওয়া যায় এখানে। দফায় দফায় বন্যা হওয়ায় এবার মাছের সরবরাহ বেশি এবং দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দামও রয়েছে নাগালের মধ্যে।

জেলা শহরসহ বিভিন্ন স্থান থেকে মাছ কিনতে আসেন খুচরা ব্যবসায়ীর পাশাপাশি পাইকাররাও। মাছ কিনে বেশ লাভবান তারা।

এই পাইকারি মাছের বাজারে পুঁটি ৭০ থেকে ৮০ টাকা, ট্যাংরা, শিং ও কৈ ৩০০ থেকে ৪০০ টাকা, আর আকৃতি ভেদে রুই, মৃংগেল, কাতলা ১৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

আপনি আরও পড়তে পারেন