বিলিনের পথেযাচ্ছে লালশাপলা

হারিয়েযাচ্ছে সৌন্দর্যেরপ্রতীকলালশাপলা

বিলিনের পথেযাচ্ছে লালশাপলা/বিলেরধারেমনোমুগ্ধকরলালশাপলারমনোহর দৃশ্য আর দেখাযায়না/হারিয়েযাচ্ছে সৌন্দর্যেরপ্রতীকলালশাপলা
ইমেইলেছবিআছে
নজরুলইসলাম লিখন, রূপগঞ্জ ঃ নয়নাভিরামমনোমুগ্ধকরলালশাপলারপ্রতিআর্কষণ নেইএমনমানুষখুঁজেপাওয়া দুষ্কর। সারা দেশেরমতোনারায়ণগঞ্জ জেলাররূপগঞ্জেরখালে-বিলে ফোটতবিভিন্নপ্রজাতিরশাপলা। এরমধ্যে লালশাপলাঅত্যন্ত সৌন্দর্যেরআর্কষণ।

রাস্তারধারেবিলেবাপুকুরেলালশাপলা দেখে পথচারীরাপুলকিতহতেন। অনেকেরাস্তারপাশেগাড়ি থামিয়ে এক নজর দেখে নিতেননয়নাভিরামলালশাপলার সেই দৃশ্য। কেউ কেউ আবারলালশাপলাতুলেমালাবানিয়েগলায়পরেআনন্দ পেতেন। বর্ষা মৌসুমএলেইরূপগঞ্জেরবিল-ঝিল, পুকুর-ডোবা, জলাশয় ও নিচুজমিতেপ্রাকৃতিকভাবেইজন্ম নিতলালশাপলা।বর্ষাকালেপ্রথম দেখামিলত এ শাপলার। এরপরেশরৎকালেনালা ও ডোবায় দেখা যেত এ ফুল। বসন্তের শেষ পর্যন্তনিচুজমি ও বড়পুকুরে এ ফুল শোভা পেত।লালশাপলাকেইংরেজিতেজবফ ধিঃবৎ ষরষু বলাহয়। এর বৈজ্ঞানিকনামঘুসঢ়যধবধৎঁনৎধ। এটাএকটি গুল্মজাতীয়উদ্ভিদ।সবজিহিসেবেবাঙালিরখাদ্য তালিকায়শাপলার অর্ন্তভুক্তি বহুপ্রাচীন। সাদাফুলবিশিষ্টশাপলাসবজিহিসেবে ও লালরঙেরশাপলানানাঔষধিগুণ সমৃদ্ধ। লালশাপলারঔষধি গুণের কথাচীন ও ভারতের ভেষজপন্ডিতেরাতিনহাজারবছরআগেইজানতেন। ফুলেরনির্যাস থেকে তৈরিপদ্মমধু চোখেরছানির এক মহৌষধ। এরবীজ দুইহাজারবছরপর্যন্তজীবন্ত থাকতেপারে। বর্ষা মৌসুমেরশুরুতে এ ফুল ফোটাশুরুহয়েপ্রায়ছয়মাসপর্যন্তবিল-ঝিল, জলাশয় ও নিচুজমিতেজন্ম নেয়লালশাপলা। স্থানীয়ভাবেসহজলভ্য ছিলবিধায়এলাকার লোকজনশাপলাতুলেখাদ্য হিসেবেনিজেরাব্যবহারকরতোএবংবিক্রিওকরতো। এ শাপলাশহুরেজীবনেওখাদ্য তালিকায় স্থানকরেনিয়েছে। তবেআবাদি জমিভরাটকরেবাড়ি, পুকুর, মাছের ঘের বানানোরফলেবিলেরপরিমান যেমনকমছে, তেমনিশাপলাজন্মানোর ক্ষেত্রওকমেআসছে। বিশেষজ্ঞদেরমতে,জমিতে উচ্চ ফলনশীলজাতেরফসলআবাদেরকারণেঅধিকমাত্রায়কীটনাশকপ্রয়োগ, জলবায়ুপরিবর্তন, অপরিকল্পিতভাবেখাল-বিল ও জলাশয়ভরাটেরকারণেরূপগঞ্জেরজলাশয় ও বিলাঞ্চল থেকে বিলুপ্তহয়েযাচ্ছে লালশাপলা। রূপগঞ্জউপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেরডাঃমাহমুদুলহাসানজানান, শাপলা খুব পুষ্টি সমৃদ্ধ সবজি। সাধারণশাকসবজির চেয়েএরপুষ্টিগুণঅনেক বেশি। শাপলায়রয়েছেপ্রচুরক্যালসিয়াম ও আয়রন। শাপলায়ক্যালসিয়ামেরপরিমানআলুর চেয়েসাতগুণ বেশি। তিনিআরোবলেন, শাপলাচুলকানি ও রক্ত আমাশয়েরজন্য বেশউপকারী। তাছাড়াডায়াবেটিস, বুকজ¦ালাপুরা, লিভার, ইউরিনারিসমস্যারসমাধানসহনারীদেরমাসিকনিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকাপালনকরে। ঐতিহাসিককাল থেকেই শাপলারফলড্যাপদিয়েচমৎকার সুস্বাদু খৈ ভাজাযায়। যেটিগ্রামগঞ্জেড্যাপের খৈ বলেপরিচিত। মাটিরনিচেরমূলঅংশকে (রাউজুম) আঞ্চলিকভাষায়শালুকবলে। মুড়াপাড়াবিশ^বিদ্যালয়কলেজেরউদ্ভিদ বিজ্ঞানেরশিক্ষক নুরুজ্জামান খাঁনজানান, শাপলাআমাদেরজাতীয়ফুল। আগামীপ্রজন্মকে হয়তোছবি দেখেই জাতীয়ফুলশাপলাচিহ্নিতকরতেহবে। এ অবস্থায়আমাদেরজাতীয়প্রয়োজনেএরবংশবিস্তারেরঅনুকূলপরিবেশ তৈরিকরতেহবে। বিলুপ্তহওয়ারহাত থেকে রক্ষাকরতেহবেলালশাপলাকে। রূপগঞ্জউপজেলা কৃষিসম্প্রসারণকর্মকর্তাতাজুলইসলামজানান, সাধারণতশাপলাদুইপ্রকারেরহয়ে থাকে। এরমধ্যে সাদাফুলবিশিষ্টশাপলাসবজিশাপলাহিসেবে ও লালরঙেরশাপলাঔষধিকাজেব্যবহৃতহয়।
তারিখ ঃ ২২.১০.২০ ইং
রূপগঞ্জপ্রতিনিধি।

আপনি আরও পড়তে পারেন