অ্যামাজনের মুনাফা বেড়েছে ১৯৭ শতাংশ

করোনা মহামারিকালে অনলাইনে বিক্রি বেড়ে যাওয়ায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিক্রি ও মুনাফার নতুন রেকর্ড গড়েছে অনলাইন মার্কেট জায়ান্ট অ্যামাজন।

৩ মাসে অ্যামাজনের মুনাফা বেড়েছে ১৯৭ শতাংশ   ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে অ্যামাজনের বিক্রি বেড়েছে ৩৭ শতাংশ ।

জুলাই-আগস্ট-সেপ্টেম্বর এই তিন মাসে প্রতিষ্ঠানটির বিক্রি হযেছে ৯৬.১ ডলারের পণ্য। আর এই সময়ে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ৬.৩ বিলিয়ন ডলার। যা গেল বছরের একই সময়ের তুলনায় ১৯৭ শতাংশ বেশি।

এই এক প্রান্তিকের হিসাবে অ্যামাজনের সরাসরি বিক্রি বেড়েছে ৩৮ শতাংশ আর তৃতীয় পক্ষের মাধ্যমে বিক্রি বেড়েছে ৫৫ শতাংশ। তবে, প্রতিষ্ঠানটিতে স্বশরীরে কেনাবেচা কমেছে ১০ শতাংশ।

বাজার বিশ্লেষকরা বলছেন, এটাতে আর দ্বিমত করার কিছু নাই যে মহামারিতে অ্যামাজন ফুলছে আরও ফুলে-ফেঁপে উঠবে আর অর্থের পাহাড়।

চলতি বছরের শেষ প্রান্তিক অর্থাৎ শেষ তিন মাসে ১১২ বিলিয়ন থেকে ১২১ বিলিয়ন ডলারের বিক্রির আশা করছে প্রতিষ্ঠানটি।

 

আপনি আরও পড়তে পারেন