জয়রথ ছুটছেই আর্সেনালের

জয়রথ ছুটেই চলছে আর্সেনালের। এবার ইউরোপা লিগে গানারদের কাছে ৪-১ গোলে উড়ে গেছে নরওয়ের ক্লাব মলদে। 

নিজ ভূমে আর্সেনাল। এমিরেটসে খেলা মানেই আর্সেনালের বাড়তি অনুপ্রেরণা। যুদ্ধ জয়ে থাকে না বাড়তি চাপ। গেল মাসে সব শেষ ইপিএলে লেস্টার সিটির কাছে হেরেছিলো আর্সেনাল। এরপর থেকে ছুটছে তাদের দূরন্ত যাত্রা। টানা জয়ের ধারা মলদের বিপক্ষেও ধরে রাখার লক্ষ্য ছিলো গানারদের।

তবে, চাওয়া আর পাওয়ার শুরুটা এক হয়নি। ২২ মিনিটে এলিংসন গোল করে এগিয়ে দেন মলদেকে। নিজেদের মাঠে শুরুতেই প্রতিপক্ষের লিড। জেগে ওঠার আপ্রাণ চেষ্টা করে গানাররা। এ যাত্রায় আর্সেনালকে সহায়তা করেন মলদের ক্রিস্টোফার হ্যাগুইন। প্রথমার্ধের যোগ করা সময়ে এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল।

৬২ মিনিটে একই কাজ করেন ২৪ বছর বয়সী গাম্বিয়ান ডিফেন্ডার শেরিফ সিনিয়ান। আত্মঘাতী গোল করেন তিনিও। মলদের দুই গোলের ভুলে ২-১ এ লিড নেয় আর্সেনাল। এরপর অবশ্য আর প্রতিপক্ষের ভুলে নয়। নিজেদের ম্যাজিকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গানাররা। ৭ মিনিট পর পেপে গোল করে জয়ের স্বপ্ন বাস্তবে রুপ দেয় আর্টেটার দলের।

৮৮ মিনিটে জোসেফ উইলোকের গোলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফেলে আর্সেনাল। শুরুতে লিড নিয়েও হার নিয়েই মাঠ ছাড়ে মলদে।

আপনি আরও পড়তে পারেন