সোনা নিয়ে প্রশ্ন ক্রুণালকে

অঘোষিত সোনা এবং আরো কিছু মূল্যবান সামগ্রী সঙ্গে থাকার জন্য মুম্বাই বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন ক্রুণাল পাণ্ডিয়া।

আইপিএল জিতে বৃহস্পতিবারই (১২ নভেম্বর) দুবাই থেকে ফিরছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার এবং হার্দিক পাণ্ডিয়ার ভাই ক্রুণাল।

জানা গেছেঠ, বিমানবন্দরে নামার পরেই তাকে আটকান ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) কর্তারা। তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিআরআই সূত্রে জানানো হয়েছে, ক্রুণালের কাছে পাওয়া গিয়েছে সোনার অলঙ্কার, দামি ঘড়ি ও বেশ কিছু মূল্যবান সামগ্রী। সে সব সামগ্রীর নথি ও ক্রয়পত্র দেখতে চাওয়া হয়।

নিয়ম অনুযায়ী, দুবাই থেকে ভারতে আসার পথে পুরুষ যাত্রীরা ২০ গ্রামের বেশি সোনা বহন করতে পারেন না। অভিযোগ, ক্রুণাল সে সব বিধি মানেননি।

আপনি আরও পড়তে পারেন