সৈকতে মাছ ধরে ছুটি উপভোগ করেন কাতার প্রবাসীরা

কাতার প্রবাসী

কাতারের রাজধানী দোহার আল কার্নিশ সাগর সৈকতে প্রতি শুক্রবার ছুটির দিনে মাছ ধরতে ভিড় জমান নানা বয়সী মানুষ। শিকার হোক বা না হোক, বড়শি দিয়ে মাছ ধরা উপভোগ করতে হাজারো প্রবাসী বাংলাদেশিসহ অভিবাসীরা ছুটে যান সেখানে। 

কাতারের রাজধানী দোহার অন্যতম পর্যটন এলাকা আল কার্নিশ। শহরটির সৈকতে প্রতিদিন বড়শী নিয়ে মাছ শিকারিদের ভিড় থাকলেও, ছুটির দিন হওয়ায় শুক্রবার পর্যটকদের আগমন ঘটে কয়েকগুণ। মাছ ধরেই ছুটির দিন উপভোগ করে প্রবাসী বাংলাদেশিরা।

তারা বলেন, এখানে আসলে সারা সপ্তাহের ক্লান্তি ভুলে যাই। পরিবেশটা অনেক সুন্দর। মাছ ধরা দেখেই এখানে আসাটাই প্রধান ভালো লাগা।

ছুটির দিনগুলোতে দুপুর থেকেই শুরু হয় মাছ শিকারিদের তোড়জোড়। টোপ ফেলে দীর্ঘ সময় ধৈর্যের পরীক্ষাও দিয়ে হয় বড়শী-প্রেমীদের।

তবে নিরাশ হতে হয় না কাউকে। সাগরের নীল জলরাশি থেকে ঝুড়ি ভর্তি মাছ নিয়েই ফেরেন এই মৎস্য শিকারিরা।

আপনি আরও পড়তে পারেন