নবাবগঞ্জে রুপালী ব্যাংকের ৫৭৯তম শাখার উদ্বোধন

নবাবগঞ্জে রুপালী ব্যাংকের ৫৭৯তম শাখার উদ্বোধন


বেসরকারি ব্যাংক গুলো অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে
-সালমান এফ রহমান
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান বলেছেন, করোনাকালে সারাবিশ্ব অর্থনীতি যখন অচলাবস্থা চলমান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় দেশে অর্থনীতির চাকা সচল রয়েছে। এতে বেসরকারি ব্যাংক গুলো অবদান রাখছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ঢাকার নবাবগঞ্জে রুপালী ব্যাংক লিমিটেডের ৫৭৯তম শোল্লা বাজার শাখার উদ্বোধনকালে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শোল্লা বাজারের মৌমি প্লাজায় ২য় তলায় ফিতা কেটে এ শাখার উদ্বোধন করা হয়। রুপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যাংকের ঢাকা দক্ষিণের বিভাগীয় প্রধান পারসুমা আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন। আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন

উপস্থিত ছিলেন শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা- মনিরুজ্জামান মনির, শেখ হান্নান উদ্দিন, ফজলুল হক ফজল, দেওয়ান আওয়াল হোসেন, দেলোয়ার হোসেন খান, শাখা ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন