মাঠে ঢুকে জামাল ভূঁইয়াকে ঘিরে দর্শকের কাণ্ড

মাঠে ঢুকে জামাল ভূঁইয়াকে ঘিরে দর্শকের কাণ্ড

করোনাকালের বায়ো সিকিউর পরিস্থিতিতেও ফুটবল মাঠে ঢুকে পড়েছে দর্শক। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল দ্বিতীয় ম্যাচে ঘটেছে এমন ঘটনা। দ্বিতীয়ার্ধ্বের ৭৩ মিনিটে খেলা চলাকালীন নিরাপত্তা বেষ্টনি টপকে মাঠে ঢুকে পড়েন এক যুবক।

ছুঁটে যান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছে। মোবাইল ক্যামেরায় সেলফিও তোলেন জেবি সিক্সের সঙ্গে। তবে দ্রুতই রেফারি ও নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান। এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি।

তবে করোনার মধ্যে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে বাফুফের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সাম্প্রতিক সময়ে ফুটবল ম্যাচে খুব বেশি না ঘটলেও, ক্রিকেটে প্রায়ই দেখা যায় এমন ঘটনা। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ম্যাচ চলাকালীন সাকিবের এক ভক্ত ছুঁটে আসেন মাঠে। এর আগেও মাশরাফি আর মুশফিকের ভক্তরা মাঠে প্রবেশ করেছিলেন। তবে এমন ঘটনায় বাংলাদেশের নিরাপত্তা বরাবরই প্রশ্নের মুখে পড়ে বহির্বিশ্বের কাছে।

ওদিকে, মুজিববর্ষ আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গোল করতে পারেনি কোনো দলই। তবে প্রথম ম্যাচে জয় পাওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জয় করলো স্বাগতিকরা। প্রথম ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। নেপাল পরিবর্তন আনে ৫টি।

বাধা উপেক্ষা করে জামাল ভূঁইয়ার সাথে সেলফি তুলতে মাঠে দর্শক, হুলস্থূল! 

আপনি আরও পড়তে পারেন