গ্র্যামির মনোনয়নে বিয়ন্সের আধিপত্য

গ্র্যামির মনোনয়নে বিয়ন্সের আধিপত্য

বিশ্ব সংগীত অঙ্গনের অন্যতম সম্মানসূচক অ্যাওয়ার্ড গ্র্যামি। এর ৬৩তম আসরের মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এটি প্রকাশ করা হয়।

এবারের মনোনয়নে এগিয়ে আছেন গায়িকা বিয়ন্সে নৌলস। সর্বাধিক ৯টি মনোনয়ন জিতেছেন তিনি। এরপর আছেন টেলর সুইফট, রোডি রিচ, দুয়া লিপা। প্রত্যেকেই ৬টি করে মনোনয়ন পেয়েছেন।

আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। করোনা মহামারির কারণে প্রতিবারের মতো এবার কোনো আনুষ্ঠানিকতা হবে না। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে গ্র্যামি উপভোগ করবেন দর্শকরা। এটি সঞ্চালনা করবেন ট্রেভর নোয়াহ।

নিচে এবারের গ্র্যামি মনোনয়ন পাওয়া কয়েকটি বিভাগের তালিকা দেওয়া হলো:

রেকর্ড অব দি ইয়ার: ব্ল্যাক প্যারেড (বিয়ন্সে), কালার্স (ব্ল্যাক পুমাস), রকস্টার (ডাবেবি ফিচারিং রোডি রিচ), সে সো (ডোজা ক্যাট), এভরিথিং আই ওয়ান্টেড (বিলি এইলিশ), ডোন্ট স্টার্ট নাও (দুয়া লিপা), সার্কেলস (পোস্ট ম্যালন), স্যাভেজ (মেগান দি স্ট্যালিয়ন ফিচারিং বিয়ন্সে)।

অ্যালবাম অব দি ইয়ার: চিলম্বো (ঝিনে আইকো), ব্ল্যাক পুমাস (ব্ল্যাক পুমাস), এভরিডে লাইফ (কোল্ড প্লে), জ্যাকব কোলিয়ার (জ্যাকব কোলিয়ার), হেইম (রোস্তাম ব্যাটমাঙ্গিজ, ড্যানিয়েল হেইম ও আরিয়ের রেচটশেইড), ফিউচার নস্টালজিয়া (দুয়া লিপা), হলিউডস ব্লিডিং (পোস্ট ম্যালন), ফোকলোর (টেলর সুইফট)।

সং অব দি ইয়ার: ব্ল্যাক প্যারেড (ডেনিসিয়া অ্যান্ড্রুজ, বিয়ন্সে, স্টিফেন ব্রে, শন কার্টার, ব্রিটানি কোনি, ডেরেক জেমস ডিক্সি, আকিল কিং, কিম ‘কায়ডেন্স’ ক্রিসিউক ও রিকি ‘ক্যাসো’ টাইস), দ্য বক্স (স্যামুয়েল গ্লোয়েড ও রদ্রিক মুর), কার্ডিগান (অ্যরন ডেসনার ও টেলর সুইফট), সার্কেলস (লুইস বেল, অ্যাডাম ফেনি, কান গুনেসবার্গ, অস্টিন পোস্ট, বিলি ওয়ালস), ডোন্ট স্টার্ট নাও (ক্যারোলিন এইলিন, ইয়ান কির্কপ্যাট্রিক, দুয়া লিপা ও এলিলি ওয়ারেন), এভরিথিং আই ওয়ান্টেড (বিলি এইলিশ, ও’কনেল ও ফিনিয়েস ও’কনেল), আই কান্ট ব্রিদ (ডার্নেস্ট এমিলি দ্য সেকেন্ড, এইচ.ই.আর ও টিয়ারা থমাস), ইফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ এন্ডিং (জুলিয়া মাইকেলস অ্যান্ড জেপি সাক্সে)।

বেস্ট নিউ আর্টিস্ট: ইনগ্রিড আন্দ্রেস, ফোবি ব্রিডজার্স, চিকা, নোয়াহ সাইরাস, ডি স্মোক, ডোজা ক্যাট, কেট্রানাডা, মেগান দি স্ট্যালিয়ন।

সেরা পপ একক পারফরম্যান্স: ইয়ামি (জাস্টিন বিবার), সে সো (ডোজা ক্যাট), এভরিথিং আই ওয়ান্টেড (বিলি এইলিশ), ডোন্ট স্টার্ট নাও (দুয়া লিপা), ওয়াটারমেলন ‍সুগার (হ্যারি স্টাইলস), কার্ডিগান (টেলর সুইফট)।

সেরা পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স: ওয়ান ডে (জে ব্যালভিন, দুয়া লিপা, ব্যাড বানি ও টেইনি), ইনটেনশন্স (জাস্টিন বিবার ফিচারিং কুয়াভো), ডিনামাইট (বিটিএস), রেইন অন মি (লেডি গাগা উইথ আরিয়ানা গ্র্যান্ডে), এক্সাইল (টেলর সুইফট ফিচারিং বন ইভার)।

সেরা পপ ভোকাল অ্যালবাম: চেঞ্জেস (জাস্টিন বিবার), ক্রোমাটিকা (লেডি গাগা), ফিউচার নস্টালজিয়া (দুয়া লিপা), ফাইন লাইন (হ্যারি স্টাইলস), ফোকলোর (টেলর সুইফট)।

সেরা রক পারফরম্যান্স: শামেইকা (ফিয়োনা অ্যাপল), নট (বিগ থিফ), কায়োটো (ফোবি ব্রিডজার্স), দ্য স্টেপস (হেইম), স্টে হাই (ব্রিটানি হাওয়ার্ড),  ডেলাইট (গ্রেস পোটার)।

সেরা মেটাল পারফরম্যান্স: বাম রাস, বডি কাউন্ট, আন্ডারনেথ, কোড অরেঞ্জ, দ্য ইন বিটউইন, ইন দিস মোমেন্ট, ব্লাডমানি, পপি, এক্সিকিউশনার্স ট্যাক্স, লাইভ, পাওয়ার ট্রিপ।

সেরা রক গান: কায়োটো, লস্ট ইন ইয়েস্টারডে, নট, শামেইকা, স্টে হাই।

সেরা রক অ্যালবাম: অ্যা হিরোস ডেথ, কিওয়ানুকা, ডেলাইট, সাউন্ড অ্যান্ড ফিউরি, দ্য নিউ অ্যাবনরমাল।

সেরা আরমঅ্যান্ডবি পারফরম্যান্স: লাইটিনিং অ্যান্ড থানডার, ব্ল্যাক প্যারেড, অল আই নিড, গট হেড, সি মি।

সেরা আরমঅ্যান্ডবি সং: বেটার দ্যান আই ইমানজিন, ব্ল্যাক প্যারেড, কলিড, ডু ইট, স্লো ডাউন।

সেরা র‌্যাপ সং: দ্য বিগার পিকচার, দ্য বক্স, লাফ নাও ক্রাই লেটার, রকস্টার, স্যাভেজ।

সেরা র‌্যাপ অ্যালবাম: ব্ল্যাক হ্যাবিট, আলেফ্রেডো, অ্যা রিটেন টেস্টিমনি, কিংস ডিজিস, দ্য অ্যালিগরি।

আপনি আরও পড়তে পারেন