দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে আলী যাকের স্মরণীয় হয়ে থাকবেন: হানিফ

দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে আলী যাকের স্মরণীয় হয়ে থাকবেন: হানিফ

খ্যাতিমান অভিনেতা, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার (২৭ নভেম্বর) পাঠানো এক শোক বার্তায় হানিফ বলেন, এদেশের শিল্প-সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের ক্রমধারায় আলী যাকের চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শোকবার্তায় আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মুক্তিকামী জনতা দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে ঝাঁপিয়ে পড়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে শত্রুপক্ষের সশস্ত্র ও প্রশিক্ষিত সংঘবদ্ধ শক্তির বিরুদ্ধে অস্ত্র-শস্ত্র ও প্রশিক্ষণে তুলনামূলকভাবে আমরা দুর্বল হলেও বাঙ্গালি মুক্তিযোদ্ধাদের মানসিকভাবে অসীম শক্তি যুগিয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিকগণ। আলী যাকেরের মত বহুমুখী প্রতিভার অধিকারী স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকের প্রয়াণ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

শোক বার্তায় হানিফ মরহুমের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, বার্ধক্য ও হার্টের সমস্যাসহ শারীরিক নানা জটিলতার আক্রান্ত আলী যাকের শুক্রবার ভোরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান। গত শতকের সত্তর থেকে নব্বইয়ের দশকে মঞ্চ আর টেলিভিশনে দাপুটে অভিনয়ের জন্য দর্শক হৃদয়ে স্থায়ী আসন করে নেয়া আলী যাকেরের বয়স হয়েছিল ৭৬ বছর।

বেলা ১১টায় একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দসৈনিকের মরদেহ নেয়া হয় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হচ্ছে। শ্রদ্ধা নিবেদন শেষে আলী যাকেরের মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। বাদ আসর কবরস্থান মসজিদে জানাজার পর তাকে সেখানে দাফন করা হবে।

আপনি আরও পড়তে পারেন