রংপুরের গঙ্গাচড়ায় কৃষকের মাঝে আলু চাষে আগ্রহ বাড়ছে

রংপুরের গঙ্গাচড়ায় কৃষকের মাঝে আলু চাষে আগ্রহ বাড়ছে

মারুফা জামান, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় কৃষকের মাঝে আলু চাষে আগ্রহ বাড়ছে। তাইতো তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আলু চাষে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। গত বছর আলুর ভালো ফলনের সঙ্গে দাম ভালো পাওয়ায় এ বছরও কৃষকরা আগাম আলু চাষে আগ্রহী হয়ে উঠেছেন বলে জানান আলু চাষি হুমায়ুন কবীর।

তিনি আরো বলেন, নিজেও ৭৫ শতক জমিতে আলু লাগিয়েছেন। ৮০ থেকে ৯০ দিনের মধ্যে এসব আলু উঠবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ৫ হাজার ৫৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।

আপনি আরও পড়তে পারেন