মৌলভীবাজারে ‘বঙ্গবন্ধু সিপিএম টি-টুয়েন্টি ক্রিকেট ২০২০’ ফাইনাল সম্পন্ন

মৌলভীবাজারে 'বঙ্গবন্ধু সিপিএম টি-টুয়েন্টি ক্রিকেট ২০২০' ফাইনাল সম্পন্ন

মোঃ হাফিজুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি||

ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন মৌলভীবাজার (সিপিএম) এর ৭ম আসর ‘বঙ্গবন্ধু সিপিএম ক্রিকেট ২০২০’- এর ফাইনাল খেলা শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্টিত হয়।

ফাইনালে ক্রিক ফাইটার্স বিপক্ষে মোকাবেলা করে শাহ মোস্তফা লিজেন্ড ।
প্রথমে ব্যাট করে ক্রিক ফাইটার্স   নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান করে। জবাবে শাহ মোস্তফা লিজেন্ড ৮০ রানে অল আউট হয়। ফলে ১০৯  রানে ক্রিক ফাইটার্স জয়লাভ করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও মৌলভীবাজার ৩ আসনের সাংসদ জনাব নেছার আহমেদ,মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিছবাহুর রহমান,মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল হোসেন,মৌলভীবাজার পৌরসভা মেয়র জনাব ফজলুর রহমান সহ সিপিএএম এর কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ।


উল্ল্যেখ্য সিপিএএম মেগা ফাইনালে ক্রিক ফাইটার্সের হয়ে মাঠ মাতান জাতীয় দলের  তারকা ক্রিকেটারর আব্দুর রাজ্জাক, শাহ মোস্তফা লিজেন্ড হয়ে মাঠ মাতান নাঈম হাসান (ছক্কা নাইম)।

আপনি আরও পড়তে পারেন