ঘুমন্ত অবস্থায় ছবি তোলায় খেপেছেন মিম

খেপেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঘুমন্ত অবস্থায় তাঁর ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিয়েছেন অভিনেতা শরিফুল রাজ। ঘুম থেকে উঠে সেই ছবি দেখে তাঁকে হুমকি দিয়েছেন মিম। সুযোগ খুঁজছেন, অপ্রস্তুত অবস্থায় রাজের ছবি তুলে তিনিও ফেসবুকে আপলোড করে দেবেন। মিমের ছবি পোস্ট করে রাজ লিখেছেন, ‘ফাঁকিবাজ ঘুমায়।’ ছবিতে দেখা যাচ্ছে, নায়িকা বিদ্যা সিনহা মিম মেকআপ রুমে শুয়ে ঘুমাচ্ছেন। ঘটনা জানতে যোগাযোগ করা হলে মিম জানান, সকালে সময়মতোই শুটিংয়ে হাজির হয়েছিলেন তিনি। বিদ্যা সিনহা মিম বিদ্যা সিনহা মিমছবি: ইনস্টাগ্রাম লাইট, ক্যামেরা ও সেট প্রস্তুত করতে বেশ খানিকক্ষণ সময় লেগে যায়। এই সময়টা মেকআপ রুমে অলস বসে থাকতে থাকতে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। মিম বলেন, ‘অনেক সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করতে হয়েছিল। ক্লান্ত লাগলে কী করব! তাই বলে আমার ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেবে? আমিও সুযোগ খুঁজছিলাম। পরে ওর অনেকগুলো ছবি তুলে হুমকি দিয়েছি, আর কখনো এ রকম করলে আমিও সঙ্গে সঙ্গে রাজের ছবি ফেসবুকে দেব।’ কথাগুলো মজা করে বললেন মিম। বিজ্ঞাপন বিদ্যা সিনহা মিম বিদ্যা সিনহা মিমছবি: ইনস্টাগ্রাম একটি সিনেমার শুটিংয়ের জন্য প্রায় আট মাস পর ঢাকার বাইরে গেছেন বিদ্যা সিনহা মিম। গত ২৪ নভেম্বর থেকে সৈয়দপুরে শুরু হওয়া ‘দামাল’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। প্রথম দিকে তেমন ঠান্ডা না থাকলেও পরে বেশ বিপদেই পড়তে হয়েছে ছবির শুটিং দলটিকে। মিম জানান, শীত ঠেকাতে ভারী পোশাক সঙ্গে নিয়েছিলেন তিনি। কারণ, উত্তরবঙ্গের ঠান্ডা সম্পর্কে তাঁর আগে থেকেই ভালো ধারণা ছিল। ঢাকা থেকে বিছানার চাদর, কম্বল, শীতের পোশাক সঙ্গে নিয়েছিলেন। এ ছাড়া নিয়েছেন চায়ের কাপ–ফ্লাস্ক, চেয়ার, খাবারদাবারসহ ব্যবহার্য প্রায় সব জিনিসপত্র। বিদ্যা সিনহা মিম বিদ্যা সিনহা মিমছবি: ইনস্টাগ্রাম ‘দামাল’ ছবিটি একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে। বেশ গোপনীয়তার সঙ্গে শুরু করা হয়েছিল শুটিং। পরে শুটিংয়ের খবর জানাজানি হওয়ায় প্রতিদিনই হোটেলের বাইরে উৎসুক দর্শক ভিড় করতে থাকেন। বাইরে শুটিংস্পটে তাঁদের ঘিরে রেখেছিলেন হাজারো মানুষ। অনেকেই ছবি তোলার বায়না ধরছিলেন। নির্মাতার কড়া নির্দেশ ছিল, চরিত্রের পোশাকে ছবি তোলা যাবে না। মিম বলেন, ‘অনেকেই ছবি তুলতে চাইছিল, কেউ কেউ অটোগ্রাফ চাইছিল। অটোগ্রাফ দিই। যখন বলি ছবি তোলা যাবে না, তখন অনেকেই মন খারাপ করে। বাধ্য হয়ে ছবি তুলতে হয়।’ ঘুম থেকে উঠে এ্ই ছবি দেখে রাজকে হুমকি দিয়েছেন মিম ঘুম থেকে উঠে এ্ই ছবি দেখে রাজকে হুমকি দিয়েছেন মিমছবি: ইনস্টাগ্রাম আপাতত শেষ হয়েছে ‘দামাল’ ছবির শুটিং। এ ছবিতে মুক্তিযুদ্ধকালীন এক প্রতিবাদী তরুণীর চরিত্রে দেখা যাবে মিমকে। চরিত্রটির প্রস্তুতি নিতে বেশ কিছু বই পড়তে ও সিনেমা দেখতে হয়েছে মিমকে। এর আগে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ‘পরান’ ছবিতে কাজ করেছেন মিম। বিদ্যা সিনহা মিম বিদ্যা সিনহা মিমছবি: ইনস্টাগ্রাম

খেপেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঘুমন্ত অবস্থায় তাঁর ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিয়েছেন অভিনেতা শরিফুল রাজ। ঘুম থেকে উঠে সেই ছবি দেখে তাঁকে হুমকি দিয়েছেন মিম। সুযোগ খুঁজছেন, অপ্রস্তুত অবস্থায় রাজের ছবি তুলে তিনিও ফেসবুকে আপলোড করে দেবেন।


মিমের ছবি পোস্ট করে রাজ লিখেছেন, ‘ফাঁকিবাজ ঘুমায়।’ ছবিতে দেখা যাচ্ছে, নায়িকা বিদ্যা সিনহা মিম মেকআপ রুমে শুয়ে ঘুমাচ্ছেন। ঘটনা জানতে যোগাযোগ করা হলে মিম জানান, সকালে সময়মতোই শুটিংয়ে হাজির হয়েছিলেন তিনি।

বিদ্যা সিনহা মিম

লাইট, ক্যামেরা ও সেট প্রস্তুত করতে বেশ খানিকক্ষণ সময় লেগে যায়। এই সময়টা মেকআপ রুমে অলস বসে থাকতে থাকতে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। মিম বলেন, ‘অনেক সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করতে হয়েছিল। ক্লান্ত লাগলে কী করব! তাই বলে আমার ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেবে? আমিও সুযোগ খুঁজছিলাম। পরে ওর অনেকগুলো ছবি তুলে হুমকি দিয়েছি, আর কখনো এ রকম করলে আমিও সঙ্গে সঙ্গে রাজের ছবি ফেসবুকে দেব।’ কথাগুলো মজা করে বললেন মিম।

বিদ্যা সিনহা মিম

একটি সিনেমার শুটিংয়ের জন্য প্রায় আট মাস পর ঢাকার বাইরে গেছেন বিদ্যা সিনহা মিম। গত ২৪ নভেম্বর থেকে সৈয়দপুরে শুরু হওয়া ‘দামাল’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। প্রথম দিকে তেমন ঠান্ডা না থাকলেও পরে বেশ বিপদেই পড়তে হয়েছে ছবির শুটিং দলটিকে। মিম জানান, শীত ঠেকাতে ভারী পোশাক সঙ্গে নিয়েছিলেন তিনি। কারণ, উত্তরবঙ্গের ঠান্ডা সম্পর্কে তাঁর আগে থেকেই ভালো ধারণা ছিল। ঢাকা থেকে বিছানার চাদর, কম্বল, শীতের পোশাক সঙ্গে নিয়েছিলেন। এ ছাড়া নিয়েছেন চায়ের কাপ–ফ্লাস্ক, চেয়ার, খাবারদাবারসহ ব্যবহার্য প্রায় সব জিনিসপত্র।

বিদ্যা সিনহা মিম

‘দামাল’ ছবিটি একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে। বেশ গোপনীয়তার সঙ্গে শুরু করা হয়েছিল শুটিং। পরে শুটিংয়ের খবর জানাজানি হওয়ায় প্রতিদিনই হোটেলের বাইরে উৎসুক দর্শক ভিড় করতে থাকেন। বাইরে শুটিংস্পটে তাঁদের ঘিরে রেখেছিলেন হাজারো মানুষ। অনেকেই ছবি তোলার বায়না ধরছিলেন। নির্মাতার কড়া নির্দেশ ছিল, চরিত্রের পোশাকে ছবি তোলা যাবে না। মিম বলেন, ‘অনেকেই ছবি তুলতে চাইছিল, কেউ কেউ অটোগ্রাফ চাইছিল। অটোগ্রাফ দিই। যখন বলি ছবি তোলা যাবে না, তখন অনেকেই মন খারাপ করে। বাধ্য হয়ে ছবি তুলতে হয়।’

ঘুম থেকে উঠে এ্ই ছবি দেখে রাজকে হুমকি দিয়েছেন মিম
ঘুম থেকে উঠে এ্ই ছবি দেখে রাজকে হুমকি দিয়েছেন মিম

আপাতত শেষ হয়েছে ‘দামাল’ ছবির শুটিং। এ ছবিতে মুক্তিযুদ্ধকালীন এক প্রতিবাদী তরুণীর চরিত্রে দেখা যাবে মিমকে। চরিত্রটির প্রস্তুতি নিতে বেশ কিছু বই পড়তে ও সিনেমা দেখতে হয়েছে মিমকে। এর আগে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ‘পরান’ ছবিতে কাজ করেছেন মিম।

আপনি আরও পড়তে পারেন