ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এর আগে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন শেষ হলেও প্রথম ও দ্বিতীয় কার্যদিবস এবং গত সপ্তাহের শেষ তিন কার্যদিবসে টানা সূচকের উত্থান দেখা যায়।

আজ টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ৮২৫ কোটি ৩১ লাখ ১৩ হাজার টাকা। যা গত কার্যদিবস মঙ্গলবারের থেকে ১১২ কোটি ৭০ লাখ ৮৮ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭১২ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ছবি: ডিএসই ওয়েবসাইট থেকে স্কীনসর্ট

জানা গেছে, দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০৬৯ পয়েন্টে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬৭ পয়েন্টে।

আজ ডিএসইতে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও ইউনিট। এদিন লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, দর কমেছে ১১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৯টির। 

আপনি আরও পড়তে পারেন