বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ণ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-মনির

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ণ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-মনির

আবু হানিফ, বাগেরহাট অফিসঃ


বাগেরহাটের শরণখোলায় নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে উপজেলার ১নং ধাণসাগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ মনির হোসেন।


গত ১০ ডিসেম্বর বৃহষ্পতিবার রাত ৮টায় ৭নং ওয়ার্ডের বড় রাজাপুর মোহসিনিয়া হাফেজিয়া ছোট হুজুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মাদ্রাসার মোহাদ্দেস হাফেজ মাওলানা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর সঞ্চালনায় উঠান বৈঠকে অতিথি হিসাবে

উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আঃ লতিফ আকন, মোঃ বাবুল আকন, ইউপি সদস্য সাজেদুর রহমান আজাদ, মোঃ সাঈদুর রহমান, আঃ হাকিম হাওলাদার আঃ সালাম পঞ্চায়েত বাবু সন্তোষ কুমার মাষ্টার, মোঃ মানিক হাওলাদার, দেলোয়ার শেখ, শহিদুল ফরাজী, আশ্রাব আলী, মাঝি, শহিদ হোসেন মুন্সী।

এছাড়া গত ৯ডিসেম্বর সন্ধ্যা ৬.৩০ মিনিটে ইউনিয়নের ২নং ওয়ার্ড ধানসাগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ হাওলাদারের সভাপতিত্বে ও ইউনিয়ন তাতীলীগের সাভাপতি সালেহিন রুমীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা আশরাফুল ইসলাম, জালাম হাওলাদার, সবুর হাওলাদার, আব্দুর রহিম, ডাঃ রতন একই দিন রাত ৮টায় ৫নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা মতলেব সরদারের সভাপতিত্বে ও এমাদুল হকের সঞ্চালনায় উত্তর বাধাল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা লালমিয়া সরদার, আলম সরদার, দেলোয়ার সরদার প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন