বিরামপুরে পৌর বি,এন,পি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

বিরামপুরে পৌর বি,এন,পি'র বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি), বিরামপুর পৌর শাখার উদ্যোগে পৌর শহরের শালবাগানস্থ একটি কমিউনিটি সেন্টারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বি,এন,পি’র সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় পৌর বি,এন,পি’র ১১০ সদস‍্য বিশিষ্ট কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় প্রার্থী মনোনয়ন সম্পর্কিত বিষয়ে মূলত এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ২জন প্রার্থী বি,এন,পি’র সমর্থনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন। তারা হলেন, পৌর বি,এন,পি’র বর্তমান সভাপতি হুমায়ুন কবির এবং সাবেক সভাপতি ও সাবেক মেয়র আজাদুল ইসলাম আজাদ।

জুমার নামাজ ও দুপুরের খাওয়ার পরে দলীয় একক মেয়র প্রার্থী চূড়ান্তের বিষয়ে আলোচনার কথা থাকলেও সভায় হট্রগোল হবার কারণে থানা পুলিশের পক্ষ থেকে সভা চালিয়ে যেতে নিষেধ করলে কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ করা হয়। 

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বি,এন,পি’র সভাপতি আলহাজ্ব মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা ও নূর ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন,

সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, সদস্য সচিব পলাশ বিন আশরাফী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সায়হাম আশরাফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, পৌর ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী, সদস্য সচিব মারুফ রহমান মিঠু প্রমূখ। এতে অন‍্যান‍্য ডেলিগেটদের মধ‍্যে উপস্থিত ছিলেন, পৌর বি,এন,পি’র সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির মিলন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সির শওকত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই প্রমূখ। 

আপনি আরও পড়তে পারেন