বুড়িগঙ্গার তীরে হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গার তীরে হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলীর নেতৃত্বে ওই অভিযান শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলে।

অভিযানে থাকা বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, বুড়িগঙ্গাকে দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এটি অব্যাহত থাকবে। একই সঙ্গে নদীর জায়গা কেউ দখল করলে তাকে আইনের আওতায় আনা হবে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হোসেন বলেন, এটি কেরানীগঞ্জ এলাকায় পড়েছে।  সেখানে পুলিশ অভিযানের সময় উপস্থিত ছিল।

আপনি আরও পড়তে পারেন