রংপুরের গঙ্গাচড়ায় যত্রতত্র বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার

রংপুরের গঙ্গাচড়ায় যত্রতত্র বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার

মারুফা জামান, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অনুমোদন ছাড়াই যত্রতত্র বিক্রি হচ্ছে এলপি গ্যাস ভর্তি সিলিন্ডার। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।

 উপজেলার হাট-বাজারগুলো ঘুরে দেখা গেছে, প্লাস্টিক সামগ্রীর দোকান, স্টিল ও টিনের দোকান, হার্ডওয়্যারের দোকান স্যানিটারী, পানের দোকান, সাইকেল মেকারের দোকান, হোমিওপ্যাথি ঔষধের দোকানসহ বিভিন্ন দোকানের সামনে সারিবদ্ধভাবে এলপি গ্যাসের সিলিন্ডার রেখে অবাধে বিক্রি হচ্ছে।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার নাসিম রেজা বলেন, হাতে গোনা ৩/৪টি ছাড়া কারো অগ্নিনির্বাপক যন্ত্র ও বিস্ফোরক লাইসেন্স নেই।সচেতন মহল জানান, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদন ছাড়াই যত্রতত্র ঝুঁকিপূর্ণভাবে এ ব্যবসা চালিয়ে গেলেও স্থানীয় প্রশাসন নির্বিকার রয়েছে।

আপনি আরও পড়তে পারেন