টাঙ্গাইলের ঘাটাইলে পাহাড়ের লাল মাটি কাটায় দুই হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইলে পাহাড়ের লাল মাটি কাটায় দুই হাজার টাকা জরিমানা

সৈয়দ মিঠুন ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে রসুলপুর ইউনিয়ন সরা বাড়ি অবৈধভাবে পাহাড়ের লাল মাটি কাটার দায় দুই ব্যক্তি কে জরিমানা ও ভেকুর ব্যাটারি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত ।


বুধবার  সন্ধ্যায় সাড়ে ছয়টায়  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার তাকে এই জরিমানা করেন। 


ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার জানান, পাহাড়ের লাল মাটি  কাটা আইনত দণ্ডনীয় অপরাধ।

ভবিষ্যতে পাহাড় কাটবেন না-এই মর্মে প্রেক্ষিতে  দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটা বন্ধের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনি আরও পড়তে পারেন