সিরাজদিখানে শুলপুর গির্জায় বড়দিন উৎসব পালন করা হচ্ছে

সিরাজদিখানে শুলপুর গির্জায় বড়দিন উৎসব পালন করা হচ্ছে

মোঃ আশিক শেখ সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড় দিন উৎসব পালন করা হচ্ছে ।

  বড়দিনকে ঘিরে মুন্সিগঞ্জ জেলার  সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের এক মাএ খ্রিষ্টান পল্লী শুলপুরে “সাধু যোসেফ”  গির্জা নানান ভাবে সাজসজ্জায়  সাজানো হয়েছে । 

সকাল থেকে গির্জায় প্রার্থনার জন্য বড়-ছোট সকলে গির্জায় আসেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা । তবে করোনার কারনে কিছুটা থমকে গেছে সিরাজদিখনের খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ তাদের  মধ্যে কিছুটা উৎসবের উচ্ছ্বাস ভাটা পরেছে কেননা মহামারী করোনার মধ্যদিয়ে পালন করতে হচ্ছে বড়দিন  

আপনি আরও পড়তে পারেন