কালীগঞ্জে মুজিব জন্মশত বার্ষিকী ভলিবল টুর্নামেন্ট ২০২০ শনিবার উদ্বোধন

কালীগঞ্জে মুজিব জন্মশত বার্ষিকী ভলিবল টুর্নামেন্ট ২০২০ শনিবার উদ্বোধন

রিয়াজ মোল্যা, ঝিনাইদহ প্রতিনিধিঃ   

 মুজিব জন্মশত বাষিকী উপলক্ষে কালীগঞ্জে ৮ দলীয় ভলিবল টুনামেন্টের আয়োজন করা হয়েছে। কালীগঞ্জ  উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ শনিবার সকাল ১০ টায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ টুনামেন্টের উদ্বোধন করবেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।

টুনামেন্ট সফল করতে ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।এ টুনামেন্ট আয়োজক কমিটির সভাপতি কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সূর্বণা রানী সাহা জানান, মজিব জন্মশতবর্ষ উপলক্ষে এ ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় ৮ টি দল অংশগ্রহন করব্।ে দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগীয় ওইদিন বিকালে সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

টুনামেন্ট পরিচালনা কমিটির সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু জানান, টুনামেন্টে অংশগ্রহনকারী ৮ টি দল হল-যশোর নাদিরা ভলিবল টিম, কায়েম কোলা ভলিবল টিম, ফতেপুর ভলিবল টিম, চৌগাছা ভলিবল টিম, ঝিনাইদহ সদর ভলিবল টিম, জামজামি ভলিবল টিম, হিংহে ভলিবল টিম ও কালীগঞ্জের মালিয়াট ভলিবল টিম।

আপনি আরও পড়তে পারেন