ভুঞাপুরে পৌরসভা নির্বাচনে ধানের শীষে প্রার্থী হলেন জাহাঙ্গীর হোসেন

ভুঞাপুরে পৌরসভা নির্বাচনে ধানের শীষে প্রার্থী হলেন জাহাঙ্গীর হোসেন

মোঃ আব্দুর রহীম মিঞা (টাঙ্গাইল) ভূঞাপুর উপজেলা প্রতিনিধি ঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। পৌর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসনেকে পৌরসভা নির্বাচনে বিএনপির ধানের শীষের একক প্রার্থী হিসেবে তার নাম ঘোষনা করা হয়। শুক্রবার ২৫ ডিসেম্বর দুপুরে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সুলতান সালাউদ্দিন টুকু দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা এডভোকেট, সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলিম, সিনিয়র সভাপতি মোঃ লুৎফর রহমান ভোলা,সহ সভাপতি মোঃ ফরহাদুল ইসলাম শাপলা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহামন গিয়াস, সিনিয়র সভাপতি মোঃ খায়রুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি মোঃ আলমগীর হোসেন তালুকদাসহ দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

উল্লেখ্য যে ভূঞাপুর পৌরসভার নির্বানের মনোনয়ন জমার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।

আপনি আরও পড়তে পারেন