সীতাকুণ্ড পৌর নির্বাচনে মেয়র পদে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম জয়ী

সীতাকুণ্ড পৌর নির্বাচনে মেয়র পদে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম জয়ী

এম কে মনির, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে
সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের মাধ্যমে শেষ হলো সীতাকুণ্ড  পৌরসভা নির্বাচন। নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী  বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম(নৌকা)। সন্ধ্যায়  উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ  ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান।

এতে জানানো হয় বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম ১০ হাজার ৮ শত ২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি মনোনিত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর পেয়েছেন ৩ হাজার ৭২ ভোট এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী জহিরুল ইসলাম পেয়েছেন ২৮৭ ভোট।

এছাড়াও কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আনোয়ার ভুঁইয়া,২ ওয়ার্ডে বদিউল আলম জসিম, ৩নং ওয়ার্ডে শামসুল আজাদ ( বিএনপি),৪নং ওয়ার্ডে হারাধন চৌধুরী বাবু, ৫নং ওয়ার্ডে শফিউল আলম মুরাদ,৬নং ওয়ার্ডে দিদারুল আলম এপোলো, ৭নং ওয়ার্ডে ফজলে এলাহী পায়েল, ৮নং ওয়ার্ডে মফিজুর রহমান, ৯নং ওয়ার্ডে জুলফিকার আলী শামীম এবং ১,২,৩ নং ওয়ার্ডে শামীমা আক্তার,৪,৫,৬ নং ওয়ার্ডে কামরুন নাহার কাকলী এবং ৭,৮,৯ ওয়ার্ডে মাসুুুুদা আক্তার বিজয়ী হন। সীতাকুণ্ড পৌরসভার  ৯টি ওয়ার্ডে ১৭টি কেন্দ্রে মোট ভোটার ৩৪ হাজার ৮১৩ জন।

আপনি আরও পড়তে পারেন