ডেমরায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

ডেমরায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

সালে আহমেদ,ডেমরাঃ

স্ত্রীর সাথে অভিমান করে ডেমরার বামৈল বালুর মাঠের পূর্ব পাশে আবুল কালাম আজাদ সবুজ (৩০)নামের এক যুবক নিজ টিনশেড বাসার লোহার এঙ্গেল এর সাথে শাড়ি কাপড় পেচিয়ে আত্মহত্যা করেছে। 


শনিবার (২ জানুয়ারি)বিকেল ৫ টার দিকে ডেমরার বামৈল বালুর মাঠ (টিএইচখান) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ ওই এলাকার হারুন উর রশীদের  ছেলে এবং পেশায় একজন গাড়ি চালক।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বছর চারেক আগে ডেমরার আইরিন নামের এক মেয়ের সাথে তার বিয়ে হয়।বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটে। সংসারে লেগে থাকে কলহ। প্রায়ই জড়ায় ঝগড়ায়। ঝগড়া করে স্ত্রী আইরিন তার দুুই বছর বয়সী ছেলেকে নিয়ে মামার বাড়িতে চলে যায়। এসময় মান অভিমানে শনিবার বিকেলে খালি বাসায় আত্মহত্যা করেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শরিফ হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন