এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামবে বার্সেলোনা

https://agamirsomoy.com/এগিয়ে-যাওয়ার-লড়াইয়ে-নামব/178851

লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। টানা জয়ের ধারাবাহিকতা ধরে রেখে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চায় কাতালানরা। শনিবার (৯ জানুয়ারি) রাতে তাদের প্রতিপক্ষ গ্রানাদা। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়। আরেক ম্যাচে রাত সোয়া ৯টায় অ্যাতলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ।

অনুশীলনে বার্সেলোনা। অস্থির একটা সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর সংকল্প ফুটবলারদের চোখেমুখে। আর্থিক দুরবস্থাসহ নানা জটিলতায় ভালো নেই কাতালানরা। তারপরও ঝড় সামলে উঠে দাঁড়াতে চেষ্টা করছে ক্লাব কর্তারা। ফুটবলারদেরও আপ্রাণ চেষ্টা সুদিন ফেরানোয়।

বছরের শুরুতে হুয়েস্কা ও অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে দুই জয়ে ১৭ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এ ম্যাচে গ্রানাদাকে হারাতে পারলে ব্যবধান কমে আসবে কিছুটা। সে লক্ষ্যই সতর্ক হয়ে পা ফেলার লক্ষ্য রোনাল্ড কোম্যানের দলের। কারণ শিরোপা জয় কঠিন হলেও অসম্ভব নয়। সে মন্ত্রই শিষ্যদের কানে জপে দেওয়ার চেষ্টা করছেন ডাচ কোচ।

তিন মাসের জন্য মাঠের বাইরে আছেন কৌতিনিয়ো। ইনজুরির কারণে আরো খেলতে পারবেন না সার্জি রবার্তো, আনসু ফাতি ও জেরার্ড পিকে। নিষেধাজ্ঞায় ক্লেমেন্ট ল্যাংলেট। রক্ষণে অস্কার মিংগুয়েজার সঙ্গে দেখা যাবে রোনাল্ড আরাউজোকে। গ্রিজম্যান ডেম্বেলেরাও প্রস্তুত আছেন গ্রানাদার দুর্গ গুড়িয়ে জয় উৎসব করতে। প্রতিপক্ষ গ্রানাডাও এ মৌসুমে দারুণ খেলছে। পয়েন্ট টেবিলের ৭ এ আছে তারা। তাই কঠিন ম্যাচই অপেক্ষা করছে বার্সার জন্য। এখন পর্যন্ত দু’দলের ১৪ ম্যাচে, ১২ জয় নিয়ে এগিয়ে আছে কোম্যানের দল। দুই ম্যাচে জয় আছে গ্রানাডার।

আরেক ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লড়বে অ্যাতলেটিকো মাদ্রিদ। সময়টা দুর্দান্ত কাটছিল রোজি ব্লাঙ্কোদের। যদিও হঠাৎ করেই শেষ ম্যাচে কোপা দেল রে’তে কর্নেলার কাছে হেরে যাওয়ায় ছন্দ হারিয়েছে সিমিওনে শিষ্যরা। পয়েন্ট টেবিলের রাজত্ব ধরে রাখার যাত্রায় দুই পয়েন্ট পেছনে থেকে চোখ রাঙাচ্ছে রিয়াল মাদ্রিদ। শীর্ষস্থান নিরাপদে রাখতে চাইলে তাই বিলবাওকে হারাতেই হবে রোজি ব্লাঙ্কোদের।

আপনি আরও পড়তে পারেন