সুপার কাপের ফাইনালের লড়াইয়ে নামছে বার্সা

সুপার কাপের ফাইনালের লড়াইয়ে নামছে বার্সা

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে লিওনেল মেসির বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। 

গেল মৌসুমে কোন ট্রফিই জেতা হয় নি বার্সেলোনার। চলতি মৌসুমের শুরুটা হয় নি মনমতো। বাজে সময়ে একটা ট্রফিই বদলে দিতে পারে পুরো দলের মানসিকতা। তাইতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার সুযোগ কাতালানরা হাতছাড়া করতে চাইবে না কিছুতেই। স্যান সেবাস্তিয়ান শহরে পা রেখে দলের উদ্দেশ্যে যেন সেই বার্তাই দিয়ে রাখলেন বার্সা কোচ।

রোনাল্ড কোম্যান বলেন, সেমিফাইনালের চার দলই শিরোপা জয়ের মানসিকতা নিয়ে অংশ নিয়েছে। আমরা ছন্দ ধরে রাখার চেষ্টা করবো। আমার মনে হয়, ছেলেরা দলগতভাবে ভালো খেলছে। প্রমাণ করতে চাই যে আমরা ঠিক পথেই আছি।

নতুন উদ্যমে নতুন বছরে শুরু করেছে বার্সেলোনা। গোল খরা কাটিয়ে উঠেছেন লিওনেল মেসি। গ্রিজম্যানের সঙ্গে বোঝাপড়াটাও খারাপ হচ্ছে না। পুরো দলই গুছিয়ে উঠেছে অনেকটা। গেল সপ্তাহে লা লিগায় ৩ ম্যাচের সবগুলোতে জিতেছে কাতালানরা। ফলে দলও হয়ে উঠছে আত্মবিশ্বাসী। এবার ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ।

বার্সা মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং বলেন, মৌসুমের শুরুর তুলনায় এখন আমাদের অবস্থা ভালো। নতুন বছরের শুরুটা ভালো হয়েছে। আগের চেয়ে একটু সামনের দিকে খেলছি আমি। কোচ চান, আক্রমণভাগে আমি আরও ভূমিকা রাখি।

এর আগে ৪১ দেখায় রিয়াল সোসিয়েদাদকে ২৮ বার হারানো বার্সা, এবারও ফ্রন্টলাইনারদের জাদু উপভোগের অপেক্ষায়। কৌতিনিয়ো, ফাতি, পিকে আর সার্জিও রবার্তো ছাড়া নতুন কোন ইনজুরি সমস্যা নেই দলে।

আপনি আরও পড়তে পারেন