টানা অষ্টমবার ফরাসি সুপার কাপ পিএসজি’র

টানা অষ্টমবার ফরাসি সুপার কাপ পিএসজি’র

অলিম্পিক মার্শেইকে ২-১ গোলে হারিয়ে টানা অষ্টমবারের মত ফরাসি সুপারের কাপের শিরোপা জিতলো পিএসজি। এ জয়ে ক্যারিয়ারে প্রথম কোন ক্লাবের কোচ হিসেবে শিরোপা জয়ের স্বাদ পেলেন মৌরিসিও পচেত্তিনো।

তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ। হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও নিজের কোচিং ক্যারিয়ারের সম্ভবত সেরা রাতটা উদযাপন করেছেন প্যারিস সেন্ট জার্মেই কোচ মৌরিসিও পচেত্তিনো।

ক্যারিয়ারে চার বছর এস্পানিওল, ১৬ মাস সাউদাম্পটন এবং সাড়ে ৫ বছর টটেনহ্যামে কাটিয়েও শিরোপার মুখ দেখেননি এই আর্জেন্টাইন। নিজের সাবেক ক্লাব পিএসজিতে কোচ হিসেবে যাত্রা শুরুর তৃতীয় ম্যাচেই পেলেন সবচেয়ে দামি উপহার। প্রথমবারের মত কোচ হিসেবে কোন আসরের শিরোপা জিতলেন কোন ক্লাবের হয়ে।

ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ অলিম্পিক মার্শেই। শিরোপা জয়ের নেশায় শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে খেলে পিএসজি। গোলের অপেক্ষা শেষ হয় ৩৯ মিনিটে। অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রসে গোল করেন মৌরো ইকার্দি। উল্লাসে মাতেন সমর্থকরা।

ইনজুরিতে পড়ে একমাস মাঠের বাইরে থাকার পর ৬৫ মিনিটে বদলি হিসেবে নেইমারকে মাঠে নামান পচেত্তিনো। আশায় বুক বাঁধেন সমর্থকরা। ৮৫ মিনিটে ইকার্দিকে ফাউল করেন মার্শেই গোলরক্ষক। পেনাল্টি পায় পিএসজি। সুযোগ লুফে নিতে কোন ভুল করেননি নেইমার। ২-০ তে লিড নেয় পিএসজি।

চার মিনিট পরই ম্যাচে রোমাঞ্চ ছড়ান দিমিত্রি পায়েত। তবে, শেষ পর্যন্ত কোন বিপর্যয় হয়নি। শিরোপা উৎসব করেই মাঠ ছাড়ে পিএসজি।

আপনি আরও পড়তে পারেন