ডাক্তারদের ৫ মিনিট মহাত্মা গান্ধীর সময়ের চেয়েও দামি!

ডাক্তারদের ৫ মিনিট মহাত্মা গান্ধীর সময়ের চেয়েও দামি!

চিকিৎসকদের কাছ থেকে রোগীরা কতটা সময় পাচ্ছেন, তা নিয়ে বরাবরই রয়েছে নানা প্রশ্ন। আর এবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন খোদ স্বাস্থ্য সচিব।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। পরে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে রোগীদের পর্যাপ্ত সময় না দেয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। 

এক্ষেত্রে নিজের অভিজ্ঞতাও তুলে ধরেন স্বাস্থ্যসেবা বিভাগের সর্বোচ্চ এ প্রশাসনিক কর্মকর্তা। বলেন, ‘কতবার যে গিয়েছি আমি বড় বড় চিকিৎসকদের কাছে! নিজের জন্য কম, আত্মীয় স্বজনদের নিয়ে গিয়েছি। সময় নাই, তাকায়ও না।’

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসকরা বড় অংকের ফি নিলেও রোগীদের যথেষ্ট সময় না দেয়ার প্রসঙ্গ তুলে ধরে স্বাস্থ্য সচিব বলেন, ‘৫ মিনিটের জন্য ৩ হাজার টাকা, ২ হাজার টাকা। তাও তিনি (চিকিৎসক) তাকাবেন না। তাকায়া ইশারাও দিবেন না। টাকাটা নেয়ার জন্য আরেকটা লোক বসে আছে। সে লোকটাই বলবে, আসেন! আমার এখানে আসেন! টাকা আগে দেন।’

‘এই ৫ মিনিটে একজন রোগীর কী জানলেন! কী শোনলেন! ৫ মিনিট তো অনেক বেশি তাদের (চিকিৎসকদের) জন্য, আরো কমও হয়। তাদের এ ৫ মিনিট মহাত্মা গান্ধীর ৫ মিনিটের চেয়েও গুরুত্বপূর্ণ।’ মন্তব্য করেন স্বাস্থ্য সচিব। এভাবেই চিকিৎসকদের সময় দেয়ার বিষয়ে টেনে আনেন মহাত্মা গান্ধীর প্রসঙ্গ। 

যেদিন মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়, সেদিন তাঁর সাথে দেখা করতে গিয়েছিলেন ভারতের তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল। তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে নিজের ইস্তফা দেয়ার অভিপ্রায় নিয়ে কথা বলতে গিয়ে নির্ধারিত সময়ের তুলনায় মিনিট পাঁচেক সময় বেশি নিয়ে ফেলেন। আর এতে মহাত্মা গান্ধীর প্রার্থনাসভায় যাওয়ার ক্ষেত্রে দেরি হয়ে যায়। পরে তার জন্য মনোক্ষুণ্ণ হয়েছিলেন মহাত্মা গান্ধী।  

ইতিহাসের এ প্রসঙ্গ তুলে ধরে স্বাস্থ্য সচিব বলেন, ‘আমাদের চিকিৎসকরা রোগীর কাছে ৫ মিনিট দিতে চান না। কখনো কখনো তাদের ৫ মিনিট মহাত্মা গান্ধীর ৫ মিনিটের চেয়েও বেশি দামি ও গুরুত্বপূর্ণ হয়ে যায়।’

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্য সচিব বলেন,‘রোগীদের একটু বেশি সময় দিলে খারাপ কী!’

আপনি আরও পড়তে পারেন