ধুঁকছে উইন্ডিজ

ধুঁকছে উইন্ডিজ

শেষ ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন অনেকটাই মলিন হয়ে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের। টস হেরে শুরুতে ব্যাট করে ২৯৮ রানের বড় টার্গেট দিয়েছে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে হোঁচট খায় ক্যারিবিয়রা।

বাংলাদেশের হয়ে শুরুতেই ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবিয়দের সংগ্রহ ১৮ ওভারে ৩ উইকেটে ৬১ রান। 

ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ ডেভিলারিতে ক্যারিবীয় ওপেনার কেজর্ন ওটলেকে বিদায় করেন মোস্তাফিজ। মাত্র ১ রান করে উইকেটের পেছনে মুশফিকুর রহীমকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি। এরপর সুনীল অ্যামব্রিসকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন মোস্তাফিজ। আমিব্রিসের ব্যাট থেকে আসে ১৩ রান। ব্যক্তিগত ১১ রানে মায়ার্স ফিরে গেছেন মিরাজের ঘূর্ণি জাদুতে।  

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চার পাণ্ডব সাকিব, তামিম, মুশফিক আর মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ২৯৭ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা এগিয়ে আছে ২-০’তে। এই ম্যাচ জিতলে হোয়াইটওয়াশ মিশন পূর্ণ হবে টাইগারদের। সেইসঙ্গে ওয়ানডে সুপার লিগের পুরো ৩০ পয়েন্ট পাবে তামিম ইকবালের দল।

আপনি আরও পড়তে পারেন