ব্যাংকিং খাতের সবকিছু অনলাইনে চলে যাবে: এম এ মান্নান

ব্যাংকিং খাতের সবকিছু অনলাইনে চলে যাবে: এম এ মান্নান

সরকার ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘পুরনো ধারার ব্যাংকিং সেবা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। সবকিছু চলে যাবে কার্ডে, মেশিনে। চেক দিয়ে টাকা উত্তোলন আর থাকবে না। সবকিছু অনলাইনে চলে যাবে।’

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদে মুজিববর্ষ উপলক্ষে জাতির জনকের মুর‍্যাল উদ্বোধনকালে এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। 

এম এ মান্নান বলেন, ‘ব্যাংক নিয়ে অনেক অন্যায় হচ্ছে। টাকা নিয়ে ফেরত না দেওয়া, টাকা মেরে দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগগুলো পুরোপুরি সত্য নয়, আবার অসত্যও নয়। সরকার চেষ্টা করেছে ব্যাংকের অনিয়ম দমিয়ে রাখার।

সরকার কারও দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করতে চায় না, প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে থাকে। ভয়ংকর কোনো অন্যায় ঘটনার খবর পেলে সরকার হস্তক্ষেপ করবে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে এটি ভালো সংবাদ।’

হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রসংঙ্গে মন্ত্রী বলেন, হাওরে বাঁধ দিয়ে ফসল রক্ষা একটি স্বাভাবিক বিষয়। বাঁধ নির্মাণের কাজের গতি সন্তোষজনক। ফাল্গুনের মধ্য ভাগে বাঁধ নির্মাণের কাজ শেষ করতে হবে।

জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানসহ উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। 

আপনি আরও পড়তে পারেন