অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম পূর্ণ শক্তির দল পাচ্ছেন মুমিনুল

অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম পূর্ণ শক্তির দল পাচ্ছেন মুমিনুল

প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফেরাটা নতুনভাবে করতে চান বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। চট্টগ্রামে সবশেষ টেস্ট আগফানিস্তানের বিপক্ষে হারের স্মৃতিটাও মনে রাখতে চান না। বরং পূর্ণ মনোযোগ উইন্ডিজ সিরিজ নিয়ে। প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে না ভেবে, নিজেদের সামর্থ্য মতো খেলার লক্ষ্য মুমিনুলের।

১১ মাস পর টেস্ট ক্রিকেটে নামছে মুমিনুল হকের দল। প্রত্যাবর্তনের সিরিজে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসেবও। যে তালিকায় এখনো কোনো পয়েন্ট নেই বাংলাদেশের। অধিনায়কত্ব পাওয়ার পর এই প্রথম পূর্ণ শক্তির দল পাচ্ছেন মুমিনুল। যা তাকেও দিচ্ছে আত্মবিশ্বাস। সিরিজ শুরুর আগে এটাকেই পুঁজি করে মাঠে নামতে চান অধিনায়ক।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘এক বছর পর ফিরছি, নতুন করে সুযোগ এসেছে টেস্ট ক্রিকেট নতুনভাবে শুরু করার। এটা একটা সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেটে চ্যালেঞ্জ থাকবেই। সেটার চেয়ে বড় কথা দলগত ভাবে খেলে নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছি।

ওয়ানডে সিরিজে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি উইন্ডিজ। যদিও টেস্ট দলটা তুলনামূলক অভিজ্ঞ। দু’বছর আগে পূর্ণ শক্তির দল নিয়েও হেরেছিলো উইন্ডিজ। কিন্তু সাগরিকায় সব  শেষ টেস্টে বাংলাদেশ পেয়েছিলো আফগান লজ্জা। যদিও সেসব নিয়ে ভাবতে নারাজ মুমিনুল।

মুমিনুল হক বলেন, ‘আগের যে ম্যাচ হয়েছে সেগুলো মনে রাখতে চাই না। অতীত তো অতীত। নতুন করে শুরু হচ্ছে, সেভাবেই শুরু করতে চাইবো। ঘরের মাঠে সব সময় স্বাগতিকরাই ফেভারিট থাকে। উইন্ডিজকে দুর্বল হিসেবে দেখছি না। সেরাটা খেলার চেষ্টা করবো।’

একাদশ নিয়েও দ্বিধায় আছেন অধিনায়ক। সাকিবের খেলা নিয়ে সংশয় কেটে গেলেও, কয় স্পিনার নিয়ে দল সাজাবেন কোচ এ বিষয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়।  যার জন্য টসের আগ পর্যন্ত অপেক্ষায় থাকবে  টিম ম্যানেজমেন্ট। 

মুমিনুল হক বলেন, ‘সাকিব থাকলে দলের কম্বিনেশন ভালো হয়। সাকিব খেললে অধিনায়কের সুবিধা থাকে। ভালো একটা সুযোগ অধিনায়কের জন্য। আশা করি খেলবে। উইকেট বুঝে টিম সাজানো হবে।’

একদিন বিশ্রামে কাটিয়ে ম্যাচের আগে  অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। বাংলাদেশ সফরে এসে এখন পর্যন্ত খুশির উপলক্ষ পায় নি ক্যারিবিয়ানরা। কর্নওয়াল-গ্যাব্রিয়েল-কেমার রোচদের নিয়ে নিশ্চয়ই টেস্টে ভাগ্য বদল করতে চাইবেন উইন্ডিজ অধিনায়ক।

আপনি আরও পড়তে পারেন