মেহেরপুরের গাংনীতে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে।

মেহেরপুরের গাংনীতে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে।

হাসানুজ্জামান,মেহেরপুরঃ 
মেহেরপুরের গাংনীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বাওট বাজারের অদূরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয়রা জানিয়েছে বরিশাল থেকে ছেড়ে আসা একটি খড়ি বোঝাই ট্রাক বাজারের অদূরে পৌঁছানোর সময় উল্টে যায়।সাবধানতা এবং সচেতনতা না থাকার কারনে চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো এ দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা।দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও সহকারীর সাথে কথা বলতে চাইলে তাদেরকে পাওয়া যায়নি।পুলিশ জানিয়েছে দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আপনি আরও পড়তে পারেন