শততম টেস্টে ইতিহাস গড়লেন রুট

শততম টেস্টে ইতিহাস গড়লেন রুট

ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছেন ইংলিশ ক্রিকেটার জো রুট। শততম টেস্টে নেমেই ইতিহাসের অংশ হয়ে গেছেন ইংলিশ অধিনায়ক। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে করলেন ডাবল সেঞ্চুরি। রুটের আগে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করতে পেরেছেন বিশ্বের আটজন ব্যাটসম্যান। রুট নবম ব্যাটসম্যান হিসেবে নাম লেখালেন এই রেকর্ডে।  

৩৭৭ বলে ২১৮ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে আউট হয়ে ফেরেন তিনি। তার ব্যাটে ভর করে পাহাড়সম রান সংগ্রহ করে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ  ৬ উইকেটে ৪৮১ রান। ভারতীয় বোলারদের অসহায় করে রানের ফোয়ারা ছুটিয়েছে সফরকারীরা।

এই ডাবল সেঞ্চুরি মাধ্যমে ইতিহাস গড়েছেন জো রুট। টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।

আপনি আরও পড়তে পারেন