মায়ার্সের ব্যাটে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মায়ার্সের ব্যাটে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

জয়ের জন্য ৩৯৫ রানের লক্ষ্যে শনিবার (৬ ফেব্রুয়ারি) চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা। ক্রিজে অপরাজিত দুই ব্যাটসম্যান মায়ার্স ও বোনার শেষ দিন সকাল থেকে ভালোই শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চের আগে দুজন মিলে ১৩৮ রানে অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১৯৭ রান। জিততে হলে আরও দরকার ১৯৮ রান। 

টাইগারদের হয়ে দুই স্পিনার মিরাজ ও তাইজুল বোলিং শুরু করেন। কিন্তু এই দুই স্পিনারকে ভালোই সামাল দিয়ে যাচ্ছে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। এক প্রান্ত আগলে কাইল মায়ার্স তুলে নিয়েছেন ফিফটি। অপরাজিত আছেন ৯১ রানে। আরেক ব্যাটসম্যান বোনার অপরাজিত আছেন ৪৩ রানে। 

এদিকে শেষ দিনে আর ৩ উইকেট পেলে দারুণ রেকর্ড করবেন মিরাজ। এর আগে টেস্ট ইতিহাসে এক ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট নিতে পেরেছেন মাত্র তিন অলরাউন্ডার। তারা হলেন-ইয়ান বোথাম, ইমরান খান ও সাকিব আল হাসান। 

আপনি আরও পড়তে পারেন