ফিলিস্তিনিদের টিকা আটকে দিল ইসরাইল

ফিলিস্তিনিদের টিকা আটকে দিল ইসরাইল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের করোনা ভ্যাকসিনের একটি চালান আটকে দিয়েছে দখলদার ইসরাইল। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে ফ্রন্টলাইনে কাজ করা স্বাস্থ্যকর্মীদের জন্য রাশিয়া থেকে এসব টিকা আনা হয়। ইসরাইলের এ কাজকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর টিকার চাহিদা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। যা ডোনাল্ড ট্রাম্প আমলের তুলনায় ৫৭ শতাংশ বেশি। এখন প্রতিটি অঙ্গরাজ্যে এক কোটি ৩০ লাখের বেশি ভ্যাকসিন প্রতি সপ্তাহে পৌঁছে যাচ্ছে।

মেক্সিকোতে এসে পৌঁছেছে ফাইজার-বায়োএনটেকের পাঁচ লাখ কোভিড টিকা। যা সম্মুখসারির যোদ্ধাদের প্রয়োগ করা হবে।

ভারতে উৎপাদিত ভ্যাকসিন এখন পর্যন্ত ২৪টি দেশে যাচ্ছে। দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রমে নাগরিকদের আরও বেশি সম্পৃক্ত হতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

‘কোভ্যাক্সিনের টিকা নিয়েছি আমি। এখনও যারা এটিকে নিরাপদ মনে করছেন না তাদের উচিত টিকা গ্রহণ করা। এতে কোনো সমস্যা হবে না।’

রুশ স্পুটনিক ফাইভ টিকা নিচ্ছে পশ্চিম আফ্রিকার দেশ টোগো। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফরে বিষয়টি চূড়ান্ত হয়।

এছাড়া, হাঙ্গেরিতে পৌঁছেছে চীনের ভ্যাকসিন। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ ধাপে ধাপে চীনের টিকা পাবে বলে জানা গেছে।

আপনি আরও পড়তে পারেন