বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে সি ক্রুজ চলাচলের সম্ভাবনা

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে সি ক্রুজ চলাচলের সম্ভাবনা

শীতকালে বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে সি-ক্রুজ চলাচল করতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আশার কথা জানান শেখ হাসিনা।

বেলা ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যান ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সিরুজিমাথ সামির। এ সময়, সি-ক্রুজ চলার বিষয়ে মালদ্বীপের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে বলে জানান প্রধানমন্ত্রী। বৈঠকে রোহিঙ্গা ইস্যু, দ্বিপাক্ষিক বাণিজ্য, শিক্ষা, করোনা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন শ্রীলঙ্কার হাইকমিশনার সুদর্শন দীপল সুরেশ সিনিভিরাৎনে।

এ সময় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে শ্রীলঙ্কাকে বিনিয়োগের প্রস্তাব দেন শেখ হাসিনা। এছাড়া সকাল সাড়ে ১০টায় সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত হেইথেম ঘোবাসি। দু’দেশের পারস্পরিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন