পঞ্চগড়ে দুই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে,ট্রাক্টর চালকের মৃত্যু

পঞ্চগড়ে দুই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে,ট্রাক্টর চালকের মৃত্যু

 উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে ট্রাক্টর চাপায় আইনুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইনুল বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বেতবাড়ি এলাকার ইসার উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর শ্রমিক। পুলিশ ও স্থানীয়রা জানায়, বালু বোঝাই একটি ট্রাক্টরের সাথে বোদা উপজেলার ট্রাক টার্মিনালের সামনে আরেকটি খালি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাক্টর শ্রমিক আইনুল ছিটকে রাস্তায় পড়ে গেলে চাপা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা মরদেহ উদ্ধার করে। সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জামাল হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আপনি আরও পড়তে পারেন