সমুদ্রের ধারে তিমির বমি কুড়িয়ে পেয়ে, ‘হঠাৎ বড়লোক’!

সমুদ্রের ধারে তিমির বমি কুড়িয়ে পেয়ে, ‘হঠাৎ বড়লোক’!

তিমির বমি পেলেই ভাগ্য ঘুরে যাবে। তিমির বমি কোটি টাকায় বিক্রি হয়। সমুদ্রের তীরে হাঁটতে হাঁটতে এ রকমই বিরাটাকার তিমির বমি খুঁজে পেলেন এক ৪৯ বছরের থাই নারী। যার দাম ২৬০৯৪৭.০৭ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ২১ টাকার বেশি। 

জিনিউজ২৪ এর খবরে জানা যায়, দক্ষিণ থাইল্যান্ডে ঝড় বৃষ্টির পর সমুদ্রের ধারে হাঁটতে গিয়েছিলেন সিরিপর্ণ নিয়াম্রিন নামে এক নারী। হঠাৎই তিনি আঁশটে গন্ধ পান। কাছে গিয়ে দেখেন সাদা পাথরের মতো একটা বিরাট  কী পড়ে রয়েছে, যা থেকেই ওই আঁশটে গন্ধ আসছে। তিনি বাড়ি নিয়ে আসেন সেটি। 

এরপর পাড়া প্রতিবেশী এবং আরও বেশ কিছুজনের সঙ্গে আলাপ আলোচনা করে জানতে পারেন এটি তিমির বমি। 

যার ভাল নাম অ্যামবারগ্রিস। এটি ১২ ইঞ্চি পুরু এবং ২৪ ইঞ্চি লম্বা। 

প্রসঙ্গত, ‘তিমির বমি’ বা এই অ্যামবারগ্রিসকে বলা হয় ভাসমান সোনা। সমুদ্রের গুপ্তধন বলে মনে  করেন অনেকে। আন্তর্জাতিক বাজারে এই অ্যামবারগ্রিসের দাম অনেক। যেখান থেকে তৈরি হয় সুগন্ধী।

আপনি আরও পড়তে পারেন